বিশ্বের সেরা ৩টি সিপিএ Cpa নেটওয়ার্ক.
বর্তমানে বহুল প্রচলিত অনলাইন ভিত্তিক বেষ্ট একটি ফ্রিল্যান্সিং হল Cpa নেটওয়ার্ক। আপনি হয়ত এটা বুঝতে পারছেন না সিপিএ Cpa
মার্কেটিং বা সিপিএ Cpa নেটওয়ার্ক কি? সিপিএ মার্কেটিং কিভাবে শুরু করা যায়। সারা বিশ্বজুড়ে বেষ্ট সিপিএ Cpa নেটওয়ার্ক কোন গুলো?
সিপিএ Cpa মার্কেটিং এর সুবিধে বা অসুবিধে কি? ইত্যাদি।
তাই আজকে সহজ ভাষায় ওয়ার্ল্ডের বেষ্ট ৩টি সিপিএ মার্কেটিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব। যেখান থেকে আপনি দৈনিক ২০$
থেকে শুরু করে ২০০$ ডলার এর ও বেশি ইনকাম করতে পারবেন। তো চলুন শুরু করি।
• সিপিএ নেটওয়ার্ক বা সিপিএ মার্কেটিং কি?
তিনটি সহজ ইংরেজি শব্দের সমন্বয়ে গঠিত CPA শব্দটি এর full meaning হল: Cost Per Action যার বাংলা অর্থ : প্রতিটা Action/কাজের বিনিময় টাকা উপার্জন।
অনেকে মনে করেন সিপিএ মার্কেটিং বা অ্যাফিলিয়েট দুটাই এক, কিন্তু তা মোটেও সঠিক নয়। কারণ অ্যাফিলিয়েটিং হল যেখানে
আপনাকে যেকোন কম্পানির প্রডাক্ট প্রমোশন বা সেলিং করার মাধ্যে অর্থ প্রদান করা হবে ।
অন্যদিকে সিপিএ মার্কেটিং হল Cost per action মানি এখনে পণ্য কিনা বা বেচার কোন ঝামেলা নেই। সুধুই প্রমোশন করার মধ্যে যদি, আপনার কোন গ্রাহক যে কোন একটি ক্ষুদ্র কাজ করে তাহলে আপনি কম্পানির কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমানে অর্থ পাবেন।
কাজ গুলো হতে পারে: কোথাও সাইন আপ/রেজিস্টেশন করা, কোন অ্যাপ ডাউনলোড করা, কোন বুক ডাউনলোড করা ইত্যাদি।
• সিপিএ মার্কেটিং এর সুবিধে বা অসুবিধে
আমার জানামতে সিপিএ মার্কেটিং এর তেমন কোন অসুবিধে নেই এটি সম্পূর্ণটায় সুবিধেতে ভরপুর। কিন্তু এটা ঠিক সঠিক সিপিএ মার্কেটিং সাইট না চিনে কাজ করলেও পেমেন্ট পাবেন না। আবার জনপ্রিয় সাইটগুলোতে এপ্রুভ পেতে দেরি হলেও কাজ শেষে টাকা অন্তত হাতে পাবেনেই।
তো আজকে আলোচণা করব সারা বিশ্বজুড়ে জনপ্রিয় সব সিপিএ মার্কেটিং সাইট নিয়ে যেখানে কাজ করে অন্ততআপনি এটা নিশ্চিত হতে পারবেন যে টাকা পাওয়া বা না পাওয়া নিয়ে আপনাকে কোন চিন্তাই করতে হবে না। তো চলুন জেনেনি ৩ টি জনপ্রিয় সিপিএ সাইট সম্পর্কে।
• MY LEAD
আমাদের তালিকার সবার শীর্ষে নিজের স্থান করে নিয়েছে My lead সিপিএ নেটওয়ার্কটি। এই সাইটে কাজ করে আপনি স্কিল, অয়েব
মানি, বিটকয়েন, ইথেরিয়াম, পেপাল, ব্যাংক ট্রান্সফার এবং ভিবিন্ন ই-পেমেন্ট কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
আপনি ঘরে বসে ওয়ার্ল্ডের যেকোন স্থান থেকে এখানে আপনার সুবিধে মত কাজ করে ইনকাম করতে পারেন। সাইটি ২০১৪ সাল থেকে
মার্কেটে জনপ্রিয়তার সাথে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে।
সাইটাতে আপনি অনেক ধরনের অফার নিয়ে কাজ করতে পারেন। তবে এখানে একটি জনপ্রিয় অফার হল অ্যাপ কেন্সেলর ডেটিং,
তবএখানে ডেটিং অফার গুলো একটি বেশি পাওয়া যায়। এখানকার কমিশন সিস্টেম হল CPA, CPI, CPL,CPS এবং COD এখানে কাজ করতে হলে আপনাকে 5টি Step পার হতে হবে। প্রথম ধাপে আপনাকে সিম্প্লি একটা একটাউন্ট করতে হবে।
দ্বীতৃয় ধাপে আপনি যেই অফারটি নিয়ে কাজ করবেন সেটি পছন্দ করবেন। এরপরের ধাপে আপনি আপনার অফারের লিংক খুঁজে নিবেন। তারপরের ধাপে আপনার লিংকটাকে আপনি প্রমোশন করবেন এবং সর্বশেষ আপনি পেমেন্ট পাবেন। এই সাইটে একাউন্ট করতে আপনাকে 4টি ধাপ অতিক্রম করতে হবে : Username, Gmail, Password, Re-password তবে এই সাইটে আপনি একের অধিক একাউন্ট বানাতে পারছেন না। কারণ এখানে একটি ধাপে এসে আপনার মোবাইল ভেরিফিকেশন করতে হচ্ছে।
• CPA LEAD
আমাদের তালিকার নাম্বার দুই এ রয়েছে CPA Lead বর্তমান সময়ে সেরা আরেকটি সিপিএ নেটওয়ার্ক হল সিপিএ লিড এখানে
একাউন্ট করা একদম সহজ সুধু মাত্র একটা ইউজার নেম, পাসওয়ার্ড ও জিমেইল দিতে হবে। এবং আপনার দেওয়া জিমেইল এ একটা
ভেরিফিকেশন কোড যাবে সেটি সঠিকভাবে সাবমিট করলে আপনার একাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে।
এখান থেকে আপনি ১০ ডলার হলে সাথে সাথে আপনার ওয়ালেটে নিতে পারবেন। কিন্তু আপনার একাউন্টে যদি আজকেই ১০ ডলার হয়ে
যায় তাহলে সর্বচ্চ ২৪ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। আর যদি পেপাল না থাকে তাহলে আপনি পেওনিয়র এ টাকা নিতে পারবেন।
তবে এই ক্ষেত্রে আপনার একাউন্টে সর্বনিম্ম ৫০ ডলার থাকতে হবে।
তবে অন্যদিকে পেওনিয়র থেকে ৫০ ডলার উইথড্র করতে আপনাকে ১০$ চার্স বিল দিতে হবে। এক্ষেত্রে সাজেস্ট হল একাউন্ট অনেক
বেশি পরিমানে পেমেন্ট এড হলে তখন উইথড্র দিতে। সেক্ষেত্রে ১০$ চার্স কাটলেও তেমনটা লস হবে না।
• CPAGRIP
আমাদের আলোচনার ৩ নাম্বারে থাকছে বর্তমান সময়ের সেরা জনপ্রিয় সাইট CPAGRIP যেটি বিগত এক দশক থেকে মার্কেটে কাজ
করে আসছে। সাইটি সুনামের সাথে মার্কেটে কাজ করে আসছে এবং তার ইউজারদের পেমেন্ট করে আসছে। তাই আপনিও যদি সিপিএ
মার্কেটিং করে ইনকামের কথা ভাবছেন তাহলে সাইটি হতে পারে আপনার জন্য বেষ্ট।
সাইটাতে ঢুকে আপনি সাইটা সম্পর্কে বিস্তারিত দেখে নিতে পারেন। তারপর সাইটের হোম পেইজ এ Sing up অপশন পেয়ে যাবেন। সেখান
থেকে সাইন আপ করতে আপনার কিছু ইনফরমেশন দিতে হবে। যেমনঃ First name, Last name, Company name, Web address
ইত্যাদি।
তথ্য গুলো দিয়ে সাবমিট করলে কিছু সময় পর আপনার প্রোপাইলটি এপ্রুভ হয়ে যাবে। আপনি চাইলে বন্ধুদের সাথে সাইটি শিয়ার করে
লাইফ টাইমের জন্য ৫% কমিশন নিতে পারেন। এ সািট থেকে সর্বনিম্ম ৫০$ হলে উইথড্র করতে পারবেন।
সাইটির পেমেন্ট মেথোড হিসেবে রয়েছে পেওনিওর, পেপাল, এসিস ট্রান্সফার ইত্যাদি।
তারপর সাইটির My offer অপশন থেকে আপনার পছন্দের কান্ট্রি, অফার ইত্যাদি সিলেক্ট করে কাজ করতে পারেন এবং মাসে হাজার হাজার ডলার আয় করতে পারবেন খুব সহজে।
Leave a Reply